বছর ঘুরলেই ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট। তার ঠিক এক বছর বাদে আবার লোকসভা নির্বাচন। তাই হাতে সময় খুব একটা বেশি নেই। ফলে এখন থেকেই মাঠে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। জেলায় জেলায় সংগঠন খতিয়ে দেখা হচ্ছে। দলীয় কর্মীদের মনোবল আরও আরও বাড়াতে তৈরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাই এখন থেকেই জেলাভিত্তিক কর্মী সভা শুরু করে দিয়েছেন তিনি। আজ, মঙ্গলবার পুরুলিয়াতে কর্মীসভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন কর্মীসভায় বক্তব্য রাখতে উঠেই এলাকার মানুষদের কাছে ক্ষমা চেয়ে নেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন,‘পুরুলিয়ায় আমাদের লোকেরা ভুল করেছিল। সেই কারণে তৃণমূলের হার হয়েছে।’
পাশাপাশি এদিন সভায় মমতা দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন, হেরে গেলেও বাড়ির বাইরে বেরোতে হবে,সাইকেল নিয়ে যেতে হবে। তৃণমূলের কর্মীরা এই সম্পদ। নেতারা নয়।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের পর থেকে পুরুলিয়া জেলায় তৃণমূলের সংগঠন অন্যান্য জেলার তুলনায় কিছুটা দুর্বল। মত রাজনৈতিক মহলের একাংশের। লোকসভাতে তৃণমূলের হার হয়েছে ওই জেলায়। এছাড়া একুশের বিধানসভায় জেলার নয়’টি আসনের মধ্যে মাত্র তিনটি আসনে জয়লাভ করেছে শাসক দল। সেকারণে বিজেপির থেকে কিছুটা পিছিয়ে রয়েছে তৃণমূল।