উপচার্য নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে আন্দোলনে সামিল হল আলিপুরদুয়ার জেলা তৃণমূল ছাত্র পরিষদ। মঙ্গলবার আলিপুরদুয়ার বিশ্ব বিশ্ববিদ্যালয়ের সামনে এই বিক্ষোভ আন্দোলনে সামিল হয় তৃণমূল ছাত্র পরিষদ। রাজ্যের মুখ্যমন্ত্রীকে তারা বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে দেখতে চান বলে দাবি তলেন। তাদের দাবি, রাজ্যেপাল এই বিষয়ে কোনোরকম হস্তক্ষেপ না করুন। কারণ রাজ্যে সরকারের সঙ্গে কোনো আলোচনা না করেই তিনি নিজের খেয়াল খুশি মতো বাংলার শিক্ষা ব্যাবস্থাকে তিলে তিলে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে, তারই প্রতিবাদে এই আন্দোলন বলে জানান ছাত্র নেতারা।