মমতাকে অমান্য করে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন তৃণমূল সাংসদরা!

মমতাকে অমান্য! উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন তৃণমূল সাংসদরা। জানা গিয়েছে,তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দানে বিরত থাকবে দল। কিন্তু দলীয় নির্দেশকে তোয়াক্কা না করেই উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী।

উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে না তৃণমূল কংগ্রেস। সেই মর্মে গতকাল শিশির অধিকারী ও বিন্দু অধিকারীকে চিঠি লিখেছিল তৃণমূল। লিখিতভাবে চির দিব্যেন্দু অধিকারীকে ভোট না দিতে বলা হয়। উপরাষ্ট্রপতি নির্বাচনে NDA প্রার্থী জগদীপ ধনকড়ের পক্ষে ভোট দিতে পারেন শিশির ও দিব্যেন্দু। সেই আশঙ্কা করেই তাঁদের চিঠি পাঠানো হয়েছিল।দলীয় কথা জানানো হয়েছিল চিঠিতে। কিন্তু কোনো কিছুকেই মানলেন না তাঁরা। অর্থাৎ মমতাকে অমান্য করলেন তৃণমূলের দুই সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী।