পুনরায় উত্তরবঙ্গের সমস্ত বিজেপি বিধায়ক ও সাংসদের ঘরের সামনে ধর্ণা কর্মসূচি নিলো তৃণমূল

উত্তরবঙ্গের চা বলয়ের শ্রমিকদের প্রোফিডেণ্ট ফাণ্ড সমস্যা সমাধানের দাবিতে পূনরায় উত্তরবঙ্গের সমস্ত বিজেপি বিধায়ক ও সাংসদের ঘরের সামনে ধর্ণা অবস্থান কর্মসূচি নিলো তৃণমূল। আগামী ১লা মার্চ থেকে ৬ই মার্চ এই ছয়দিন তৃণমূলের কর্মসূচি চলবে। সাতদিন লাগাতার বিজেপি বিধায়ক ও সাংসদের বাড়ির সামনে এই ধর্ণা কর্মসূচি চলবে বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। এর পূর্বে গত ২৭শে জানুয়ারি থেকে ৫ই ফেব্রুয়ারি বিজেপি বিধায়ক ও সাংসদদের ঘর ঘেরাও কর্মসূচি করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে।

এই বিষয়ে তৃণমূল চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি বীরেন্দ্র ওরাঁও জানান, চা বাগানের শ্রমিকদের প্রোফিডেণ্ট ফাণ্ড একটা বড়ো সমস্যা এছাড়াও আধার সমস্যা আছে এই বিষয়ে বিজেপি জনপ্রতিনিধিরা কিছু করছেনা। প্রোফিডেণ্ট ফাণ্ড দপ্তর কেন্দ্রীয় সরকারের, কিন্তু বিজেপি বিধায়ক ও সাংসদরা এই নিয়ে কোনো আওয়াজ তুলছেনা সেজন‍্য এই ধর্ণা কর্মসূচি।
ওপরদিকে, এই বিষয়ে বিজেপি কুমারগ্ৰামের বিধায়ক মনোজ কুমার ওরাঁও জানা, তৃণমূলের কোনো কর্মসূচি নেই,তাই তারা এসমস্ত তামাসা করা শুরু করেছে।