পার্থ-অর্পিতাকাণ্ডে নাম জড়াল সৌগত রায়ের। তৃণমূল সাংসদকে সরাসরি নিশানা দিলীপ ঘোষের। ট্যুইটে লিখেছেন, অর্পিতার আবাসনে প্রায়ই যেতেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
এদিকে, দিলীপ ঘোষের অভিযোগের পাল্টা তৃণমূল সাংসদ সৌগত রায় জানিয়েছেন, অর্পিতার ফ্ল্যাটে গিয়েছি প্রমাণ করতে পারলে, রাজনীতি ছেড়ে দেব।
উল্লেখ্য, বুধবার সকাল থেকে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে লক ভেঙে ঢুকেছিল ইডি। তারপর নাটকীয় মোড়।
জানা গিয়েছে, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকেও বিপুল পরিমাণ টাকা ও সোনাদানা উদ্ধার করেছে ইডি। নগদ টাকা উদ্ধার হয়েছে, ২৭ কোটি ৯০ লক্ষ। যত সোনা পাওয়া গিয়েছে, তার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৩১ লক্ষ টাকা।