তৃণমূল বিধায়কের বাড়িতে চললো তল্লাশি

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস বিধায়কের অফিসে হানা দিল জিএসটি টিম।

বেশ কয়েক ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়। জানা যাচ্ছে, মূলত চলতি অর্থবর্ষে ট্যাক্সের বিষয় খতিয়ে দেখার জন্যই এই অভিযান চালানো হয়েছিল। বেশ কিছু অসঙ্গতি পেয়েছেন জিএসটি আধিকারিকরা। জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক জাকির হোসেনের কারখানায় হাজির হন জিএসটি আধিকারিকরা।

জাকিরের সুতির অরঙ্গাবাদে বাড়ির কাছে বিড়ির প্রোডাকশন অফিসে তাঁরা হানা দেন। সঙ্গে ছিলেন সিআরপিএফ জওয়ানরা। জিএসটি টিমের আধিকারিকরা নিজেদের সঙ্গে বেশ কিছু নথিপত্র নিয়ে গিয়েছেন।