কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলার বাড়ির সামনে ধর্নায় বসলো তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের সদস্যরা। গত ১১ই সেপ্টেম্বর জলপাইগুড়ি জেলার মালবাজারে সভা করতে এসে হুশিয়ারি দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি মাল বাজারে সভা মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় সরকারের জন্য চা বাগানগুলির মানুষের নানান সমস্যা সম্মুখীন হতে হচ্ছে।
তিনি সময়সীমা বেধে দিয়েছিলেন,সেই সময়ের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার চা বাগানের মানুষের কথা না ভাবে তবে তিনি বিজেপির এমএলএ,এমপি,মন্ত্রীদের বাড়ির সামনে ধর্নায় বসবেন বলে ঘোষণা করেছিলেন।সেইমতো শুক্রবার সকাল থেকে জলপাইগুড়ি জেলার বানারহাটের লক্ষীপাড়া চা বাগানে অবস্থিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলার বাড়ির সামনে ধর্নায় বসলো তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের সদস্যরা।
জলপাইগুড়ি জেলা আইএনটিটিইউসি সভাপতি রাজেশ লাকরার নেতৃত্বে ধর্নায় বসেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের অভিযোগ কেন্দ্রীয় সরকারের অসহযোগীতার জন্য চা বাগানের শ্রমিকদের পিএফ সংক্রান্ত সমস্যা হচ্ছে, পাশাপাশি বাজেটে চা বাগানগুলির জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ করা হলেও সেই টাকা, কোথায় গেলো সেই নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আর এই সমস্ত একাধিক দাবি নিয়ে আগামী ১০দিন জন বারলার বাড়ির সামনে ধর্না চলবে বলে জানানো হয়েছে সংগঠনের তরফ থেকে।