স্কুল চলাকালীন চলছে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত নির্বাচনের নির্বাচনী কর্মীসভা। আর সেই সভায় উপস্থিত রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়,দিনহাটা ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি দীপক কুমার ভট্টাচার্য সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আর স্কুল চলাকালীন তৃণমূলের নির্বাচনী কর্মীসভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিতর্ক জেলা জুড়ে।
ঘটনার বিবরণে জানা যায় রাজ্য পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই কোচবিহার সফরে রয়েছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। অভিযোগ স্কুল চলাকালীন মাইক বাজিয়ে কর্মীসভা শুরু করে দেয় তৃণমূলের নেতৃত্বরা। একদিকে স্কুলে ছাত্ররা রয়েছে অপরদিকে মাইক বাজিয়ে চলছে তৃণমূলের কর্মীসভা। এই বিষয়ে স্কুলের সহকারী প্রধান শিক্ষক খগেশ্বর বর্মন বলেন যেহেতু আজকে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার অনেকটা কম এবং তিনটা পর্যন্ত স্কুল তাই কোন সমস্যা নেই। কিন্তু স্কুলের মাঠে অন্য চিত্র। সভার নির্ধারিত সময়ের আগে থেকেই স্কুলের মাঠে মাইক বাজিয়ে চলছে প্রস্তুতি আর সেই অবস্থাতেই ছাত্ররা করছে ক্লাস। যা নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা সরব হয়েছে যদিও এই বিষয়ে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান স্কুল ছুটি হয়ে যাওয়ার পরেই তারা কর্মীসভা করছে।এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি দিনহাটা শহর মণ্ডল সভাপতি অজয় রায় জানান রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস সরকারি সব সম্পত্তিকে নিজের পৈত্রিক সম্পত্তি বলে মনে করে। তিনি আরো জানান শাসকদল তৃণমূল কংগ্রেস যখন কোন কর্মসূচি করে তখন কোন আইন-কানুন নিয়ম নীতি নেই কিন্তু বিরোধীরা যখন কর্মসূচি করতে যায় তখন আইন কানুন নিয়ম নীতি বেরিয়ে আসে।