ট্রেন্ডস-এর নতুন শীত পোশাকের সম্ভার এখন উত্তর ২৪ পরগনায়

উত্তর ২৪ পরগনার টিটাগ্রাহ ও দত্তপুকুরে ট্রেন্ডস নিয়ে এসেছে পুরুষ, মহিলা ও শিশুদের জন্য সম্পূর্ণ নতুন উইন্টার উইয়্যার কালেকশন। ট্রেন্ডস উইন্টার ক্লোদিং কালেকশন হল শীতের প্রকোপ রোখার এক স্টাইলিশ সলিউশন। এই কালেকশনে উইন্টার স্টাইল হিসেবে মহিলাদের জন্য রয়েছে পুলওভার সোয়েটার, হুডেড সোয়েটশার্ট, লঙ সোয়েটার ইত্যাদি এবং পুরুষদের জন্য আছে উল সোয়েটার। উল্লেখ্য, রিলায়েন্স রিটেলের ট্রেন্ডস হল ভারতের বৃহত্তম ও দ্রুত-বর্ধনশীল অ্যাপারেল ও অ্যাক্সেসরি স্পেশাল্টি চেইন।

ট্রেন্ডস উইন্টার কালেকশন আজকের নারীদের জন্য এনেছে নানারকম চমকপ্রদ লুক ও ডিজাইনের উষ্ণ ও আরামদায়ক স্টাইলিশ পোশাক। ট্রেন্ডস উইন্টার কালেকশনে মহিলারা পাবেন চমকদার স্টাইল ও ডিজাইনের উষ্ণ ও আরামদায়ক ফ্যাশনেবল ও ট্রেন্ডি পোশাক। কালেকশনে রাখা হয়েছে স্টাইলিশ সুপার জ্যাকেট, কুল কালার ব্লকিং সোয়েটশার্টের বিশাল সমাহার এবং প্রচুর নতুন জগার, জিনস, টপস, বটমস ও সোয়েটারের সম্ভার। মেনস উইন্টার উইয়্যার কালেকশনে রয়েছে আকর্ষণীয় ও আরামদায়ক নজরকাড়া লাইট ওয়েট জ্যাকেট – চেক ও বোল্ড প্রিন্টের।

শীতের মরশুম পুরোপুরি উপভোগ করার জন্য ট্রেন্ডস নিউ উইন্টার কালেকশন থেকে নিজেদের পছন্দসই পোশাক বেছে নিতে পারবেন গ্রাহকরা।