মচলন্দপুরে খোলা হল ট্রেন্ডস-এর নতুন স্টোর

রিলায়েন্স রিটেলের ট্রেন্ডস তাদের নতুন স্টোর উদ্বোধন করল পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার মচলন্দপুর শহরে। রিলায়েন্স রিটেল হল ভারতের বৃহত্তম ও দ্রুত বর্ধনশীল অ্যাপারেল ও অ্যাক্সেসরিজ স্পেশালটি চেইন।

উত্তর ২৪ পরগনা জেলার মচলন্দপুর শহরে ট্রেন্ডস-এর নতুন স্টোরটি আধুনিক সজ্জায় সজ্জিত। এখানে গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে রাখা হয়েছে উত্তম মান ও সাশ্রয়ী মূল্যের ফ্যাশন সামগ্রী। এখন থেকে মচলন্দপুর শহরের গ্রাহকরা আধুনিক ফ্যাশন-প্রবণ উওমেন্স উইয়্যার, মেন্স উইয়্যার, কিডস উইয়্যার ও ফ্যাশন অ্যাক্সেসরিজ থেকে তাদের সাধ্যসীমার মধ্যেই কেনাকাটা সারতে পারবেন।

উল্লেখ্য, মচলন্দপুরে ট্রেন্ডস-এর এই প্রথম স্টোর থেকে গ্রাহকদের দেওয়া হচ্ছে নানারকম আকর্ষণীয় উদ্বোধনী অফার। যেমন ৩৯৯৯ টাকার কেনাকাটা করলে মাত্র ১৯৯ টাকায় পাওয়া যাবে একটি দারুণ গিফট এবং ২৯৯৯ টাকার কেনাকাটায় বিনামূল্যে পাওয়া যাবে ৩০০০ টাকার কুপন।