ইটাহারে ট্রেন্ডসের নতুন স্টোর

ভারতের বৃহত্তম এবং দ্রুত বর্ধনশীল পোশাক এবং আনুষাঙ্গিক চেইন রিলায়েন্স রিটেইল ট্রেন্ডস পশ্চিমবঙ্গের ইটাহারে তার নতুন স্টোর চালু করল।  

৫,০৮৪ বর্গফুট জায়গায় জুড়ে বৃস্তিত ইটাহারে এটি ট্রেন্ডসের প্রথম স্টোর। ট্রেন্ডি মহিলা, পুরুষ ও বাচ্চাদের পোশাকসহ ফ্যাশনেবল পোশাক ও অন্যান্য অ্যাক্সেসরিজের কেনাকাটার ওপর বিশেষ অফার পাবেন ইটাহারের গ্রাহকরা। এই শহরের গ্রাহকদের জন্য ট্রেন্ডস একটি বিশেষ উদ্বোধনী অফার নিয়ে এসেছে।

ইটাহারে ট্রেন্ডসের এই স্টোরে ৩,৯৯৯ টাকার কেনাকাটার ওপর রয়েছে ২৪৯ টাকার বিশেষ  আকর্ষণীয় উপহার। এছাড়াও গ্রাহকরা ৩,৯৯৯ টাকার কেনাকাটায় ২,০০০ টাকার একটি কুপন পাবেন সম্পূর্ণ বিনামূল্যে৷