অরুণাচলের ALONG-এ ট্রেন্ডসের নতুন স্টোর

ভারতের বৃহত্তম এবং দ্রুত বর্ধনশীল পোশাক এবং আনুষাঙ্গিক চেইন রিলায়েন্স রিটেইল ট্রেন্ডস  অরুণাচল প্রদেশ রাজ্যের পশ্চিম সিয়াং জেলার ALONG-এ তার নতুন স্টোর চালু করল ৪,০৩০বর্গফুট জায়গায় জুড়ে বৃস্তিত ALONG-এ এটি ট্রেন্ডসের প্রথম স্টোর। 

ট্রেন্ডি মহিলা, পুরুষ ও বাচ্চাদের পোশাকসহ ফ্যাশনেবল পোশাক ও অন্যান্য অ্যাক্সেসরিজের কেনাকাটার ওপর বিশেষ অফার পাবেন ALONG-এর গ্রাহকরা। এই শহরের গ্রাহকদের জন্য ট্রেন্ডস একটি বিশেষ উদ্বোধনী অফার নিয়ে এসেছে। ALONG-এর এই ট্রেন্ডস স্টোরে ৩,৯৯৯ টাকার কেনাকাটার ওপর রয়েছে ২৪৯ টাকার বিশেষ  আকর্ষণীয় উপহার।

এছাড়াও গ্রাহকরা ৩,৯৯৯ টাকার কেনাকাটায় ২,০০০ টাকার একটি কুপন পাবেন সম্পূর্ণ বিনামূল্যে৷