শিলিগুড়ি ব্যস্ততম রাস্তায় গাড়ীর ওপর ভেঙে পড়লো গাছ

শিলিগুড়ি ভেনাস মোড়ের কাছে বিধান রোডে ঝড়ো হাওয়ায় একটি গাড়ীর ওপর ভেঙে পড়লো বিশাল আকৃতির একটি গাছ। অল্পের জন্য প্রাণে বাঁচলো সেই গাড়ী চালক থেকে শুরু করে পথ চলতি মানুষেরা। জানা গিয়েছে, সেই গাড়িটি সেবক রোড থেকে ভেনাস মোড়ের দিকে যাচ্ছিলো ঠিক সেই সময় ভেনাস মোড় পৌঁছানোর আগেই ঝড়ো হাওয়ার জেরে রাস্তার পাশে থাকা একটি গাছ ভেঙে পড়ে যায়।

রাস্তার মাঝখানে থাকা লোহার ডিভাইডারের জন্যে প্রাণে বেঁচে যায় সেই গাড়ি চালক এবং পথ চলতি মানুষেরা। এরপর তড়িঘড়ি ভেনাস মোড়ে কর্মরত ট্রাফিক পুলিশ কর্মীরা পৌঁছে সেই গাড়ির চালককে বের করে। ঘটনার জেরে প্রচুর যানযটের সৃষ্টি হয় শহর জুড়ে।

এরপর দমকলের কর্মীরা পৌঁছে গাছ কেটে সেই গাড়িটিকে বের করে। তবে ঘটনাস্থলে গাড়িটি কিছুটা অংশ ক্ষতি হয় এবং ঘটনায় কেউ আহত হয়নি বলে জানা যায়।