কুষ্ঠ রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হল‌ জলপাইগুড়ি মেডিক্যাল‌ কলেজ হাসপাতালে

সরকারি‌ উদ্যোগে‌ জটিল অস্ত্রোপচারের মাধ্যমে কুষ্ঠ রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হল‌ জলপাইগুড়ি মেডিক্যাল‌ কলেজ হাসপাতালে। জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা সহ বিভিন্ন এলাকার মোট ৩০ জন রোগীর রি-কনস্ট্রাকটিভ সার্জারি করা‌ হচ্ছে। অস্ত্রোপচার করছেন কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে আসা ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক দল।

তাদের নেতৃত্বে রয়েছেন বিশিষ্ট প্লাস্টিক সার্জেন ডাঃ রূপনারায়ণ ভট্টাচার্য।কুষ্ঠ রোগের জন্য এই ৩০ জন রোগীর স্বাভাবিক জীবন বদলে গিয়েছিল। সময়মতো চিকিৎসা না হওয়ায় শারীরিক অঙ্গ বিকৃতির শিকার হয়েছিলেন তারা। হারিয়ে ফেলেছিলেন কর্মক্ষমতাও।

কুষ্ঠ রোগে আক্রান্ত এমনই ৩০ জন রোগীকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য বিনামূল্যে রি- কন্সট্রাকটিভ সার্জারির ব্যবস্থা করে স্বাস্থ্য দপ্তর। এই উপলক্ষে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। বুধবার আনুষ্ঠানিকভাবে সূচনা হয় শিবিরের। তিনদিন ধরে ৩০ জন কুষ্ঠ রোগীর জটিল অস্ত্রোপচার করা হবে।