গাড়ি ভর্তি কলার আড়ালে গাঁজার পাচার, গ্রেপ্তার ১

আলিপুরদুয়ার-১ এর সোনাপুর কলোনী এলাকায় অভিযান চালিয়ে গাড়ি ভর্তি কলার আড়ালে গাঁজা পাচারের চেষ্টার পর্দাফাঁস করল পুলিশ। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম তপন সরকার। তার বাড়ি আলিপুরদুয়ার-১ এর মেজবিল এলাকায়।

জানা গেছে, বৃহস্পতিবার একটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১৪২ কেজি গাঁজা উদ্ধার হয়। ওই বিশাল পরিমান গাঁজা গাড়ি ভর্তি কলার আড়ালে রেখে নিয়ে যাওয়া হচ্ছিল। মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস চক্রবর্তী জানান, ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

এদিনের অভিযানে ছিলেন আলিপুরদুয়ারের মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস চক্রবর্তী, আলিপুরদুয়ার থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য, সোনাপুর ফাঁড়ির ওসি মিংমা শেরপা, আলিপুরদুয়ার-১ এর বিডিও সঞ্জয় প্রধান।