আগামী রবিবার পর্যন্ত কোচবিহার রাসমেলা বর্ধিত করার দাবিতে আজ কোচবিহার রাসমেলার সমস্ত দোকান বন্ধ রাখলো ব্যবসায়ীরা। কোচবিহার পৌরসভার পক্ষ থেকে কুড়ি দিন মেলার আয়োজন করা হয়েছে।
ব্যবসায়ীদের দাবি একদিন মেলার সময়সীমা বাড়িয়ে রবিবার পর্যন্ত মেলা চালু রাখতে হবে। ঐতিহ্যবাহী রাস মেলা প্রতিবছর ১৫ দিন হলেও পৌরসভার পক্ষ থেকে অগ্রিম পাঁচ দিন বাড়িয়ে কুড়ি দিন মেলার আয়োজন করেছে। যেহেতু শনিবার মেলা শেষ হয়ে যাচ্ছে এবং রবিবার মেলায় ভালো ব্যবসা হয় তাই ব্যবসায়ীরা রবিবার পর্যন্ত মেলার সময়সীমা বৃদ্ধির দাবি জানায় পৌরসভার কাছে।
পৌরসভার পক্ষ থেকে ব্যবসায়ীদের এই অনুরোধ না মানার ফলে ব্যবসায়ীরা আজ দুপুর বারোটা থেকে দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করে।
কোচবিহারের রাসমেলার সময়সীমা বর্ধিত করার দাবিতে সমস্ত দোকান বন্ধ রাখলো ব্যবসায়ীরা
