মরিজো-তে টয়োটার হাইড্রোজেন পাওয়ার করোলা

থাইল্যান্ডে অনুষ্ঠিত ২৫-ঘন্টার এনডিউরেন্স রেস  “মরিজো”-তে  টয়োটার হাইড্রোজেন পাওয়ার  করোলা নিয়ে  অংশগ্রহণ করেছেন টয়োটা মোটর কর্পোরেশনের প্রেসিডেন্ট ও সিইও আকিও টয়োডা। ১৭ এবং ১৮ ডিসেম্বর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 

উল্লেখ্য, এই প্রথম  জাপানের বাইরে কোনো প্রতিযোগিতায় এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই প্রতিযোগিতায় হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল (এইচইভি ), প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল  (পিএইচইভি), ব্যাটারি ইলেকট্রিক ভেহিকল (পিএইচইভি) সহ বিভিন্ন প্রযুক্তি প্রদর্শনের মাধ্যমে টয়োটা কার্বন নিরপেক্ষতা লোকসমক্ষে দেখানোর একটি সুযোগ ছিল। যা এশিয়ার বাজার জুড়ে গ্রাহকদের জন্য কার্বন ফ্রি বন্ধুত্বপূর্ণ পরিবেশ অফার করে।  বলাবাহুল্য, এই হাইড্রোজেন পাওয়ার  করোলার প্রদর্শনী ২০৫০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষতার বৈশ্বিক প্রতিশ্রুতি অর্জনের দিকে টয়োটার কার্বন  ফ্রি প্রযুক্তিগত প্রচেষ্টাকে আরও কয়েকধাপ এগিয়ে নিয়ে যায়।  

টয়োটার বিশ্বাস ‘কার্বন হল শত্রু’। তাই টয়োটা গ্রাহকদের এইচইভি, পিএইচইভি, বিইভি, এফসিইভি, এইচআইসিইভি, এমনকি জৈব-জ্বালানী  যানের একাধিক পাথওয়ে পদ্ধতিতে বিশ্বাস করে টয়োটা।