টয়োটা কির্লোস্কর মোটরের (টিকেএম) বহু-প্রতীক্ষিত ‘কুল নিউ টয়োটা গ্লাঞ্জা’ লঞ্চ হল। ভারতের সর্বাধিক সাশ্রয়ী টয়োটা কার ‘কুল নিউ টয়োটা গ্লাঞ্জা’ গ্রাহকদের দেবে টয়োটার যাবতীয় গুণসমৃদ্ধ এমন এক গাড়ি, যা একদিকে যেমন স্টাইলিশ ও ডায়নামিক লুকের, অন্যদিকে তেমনই স্পোর্টি ডিজাইনের।
‘কুল নিউ টয়োটা গ্লাঞ্জা’ পাওয়া যাবে ম্যানুয়াল (এমটি) ও অটোমেটিক ট্রান্সমিশন (এএমটি) ভেরিয়েন্টে। এতে রয়েছে পাওয়ারফুল ও ফুয়েল এফিসিয়েন্ট ‘কে-সিরিজ ইঞ্জিন’। ‘কুল নিউ টয়োটা গ্লাঞ্জা’ পাওয়া যাবে বর্তমান লাইন-আপের সঙ্গে আরও দুইটি নতুন গ্রেডে – ই (নিউ), এস (নিউ), জি ও ভি। বিবিধ সেফটি ফিচার্সের মধ্যে রয়েছে ৬টি এয়ারব্যাগ। ‘কুল নিউ টয়োটা গ্লাঞ্জা’র সঙ্গে থাকছে ৩ বছর বা ১০০,০০০ কিলোমিটারের ওয়ারেন্টি। এই ওয়ারেন্টি ৫ বছর বা ২২০,০০০ কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে নেওয়ার সুবিধা পাওয়া যাবে।
গত ৯ মার্চ থেকে ‘কুল নিউ টয়োটা গ্লাঞ্জা’র বুকিং শুরু হয়েছে মাত্র ১১,০০০ টাকায়। অনলাইনে (www.toyotabharat.com) অথবা টয়োটা ডিলারশিপ থেকেও বুকিং করা যাবে। নতুন টয়োটা গ্লাঞ্জার দাম এরকম: (১) টয়োটা গ্লাঞ্জা ই (এমটি) – ৬৩৯০০০ টাকা (এমটি), (২) টয়োটা গ্লাঞ্জা এস ৭২৯০০০ টাকা (এমটি) ও ৭৭৯০০০ টাকা (এএমটি), (৩) টয়োটা গ্লাঞ্জা জি ৮২৪০০০ টাকা (এমটি) ) ৮৭৪০০০ টাকা (এএমটি) এবং (৪) টয়োটা গ্লাঞ্জা ভি ৯১৯০০০ টাকা (এমটি) ও ৯৬৯০০০ টাকা (এএমটি)।