শীত মরশুমে বড়দিনের আগে ডুয়ার্সে পর্যটকদের ভিড়

বেলঘরিয়ার শ্বাথি, জাপানের মাইকো সামনে সন্তান সহ এক শৃঙ্গ গন্ডার,বড়দিনের প্রাক মুহুর্তে পর্যটক নিয়ে জমজমাট ডুয়ার্সের জঙ্গল। বড়দিনের আগে ডুয়ার্সে পর্যটকদের ভিড়, দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকদের পাশাপাশি এসেছে বিদেশি পর্যটকরাও। শীত মরশুমে নতুন বছরের আগে পর্যটকদের এই ভিড়ে খুশির হাওয়া ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীদের মধ্যে। পর্যটকদের অত্যন্ত পছন্দের জায়গা হল ডুয়ার্স। ডুয়ার্সের পাহাড়, জঙ্গল নদী, বন্যপ্রাণ পর্যটকদের।

কর্মব্যস্ততার মাঝে নিরিবিলি পরিবেশে সময় কাটাতে বছরের বিভিন্ন সময় দূর দূরান্তের পর্যটকরা ভিড় জমায় ডুয়ার্স। বিশেষ করে শীত মরশুমে জাকিয়ে শীত অনুভব করতে ডুয়ার্সে আসেন পর্যটকরা। এবছর বড়দিনের আগে ডুয়ার্সের বিভিন্ন পর্যটন কেন্দ্র, জঙ্গল সাফারিতে যথেষ্ট ভিড় লক্ষ্য করা যাচ্ছে পর্যটকদের। নতুন বছরের আগে ইতিমধ্যে  প্রায় ডুয়ার্সের হোটেল রিসোর্ট গুলিতে যথেষ্ট পর্যটকদের বুকিং রয়েছে।

আর ডুয়ার্সে ঘুরতে এলে পর্যটকদের তালিকায় থাকে জঙ্গল সাফারি। শীত মৌসুম ইতিমধ্য গরুমারা জাতীয় উদ্যানে জঙ্গল সাফারিতেও পর্যটকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। হুট কলা জিপসিতে যাত্রা প্রসাদ, মোষের গাড়িতে করে মেদলা ওয়াচ টাওয়ারে গিয়ে টাওয়াররে দাঁড়িয়ে বন্যপ্রাণীদের দর্শন করে যথেষ্ট খুশি পর্যটকরা।