প্রশাসনের তরফে নেওয়া হলো কঠিন পদক্ষেপ

Estimated read time 0 min read

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় খবর। বড় উদ্যোগ গ্রহণ করল দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ।

সৈকত নগরীর নিউ দীঘায় দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে শুরু হল অবৈধ হকার উচ্ছেদের কাজ। সৈকত নগরীর রাস্তাঘাটে অবৈধভাবে থাকা ঝুঁপড়ি ও অস্থায়ী দোকানগুলি উচ্ছেদ করে দিল শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারীকরা। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য দীঘা থানার বিশাল পুলিশ বাহিনীর মোতায়েন ছিল।

সুন্দর এবং স্বচ্ছ ভাবে পর্যটকদের কাছে সৈকত নগরীকে উপস্থাপন করার জন্যই এই উদ্যোগ গ্রহণ করেছে দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। ইতিপূর্বে বহুবার এই সমস্ত হকারদের সতর্ক করা হয়েছিল তারা যাতে ওই জায়গা থেকে সরে যান। কিন্তু তাতে কোন কাজ হয়নি। তাই প্রশাসনের এমন কঠিন পদক্ষেপ।

You May Also Like

More From Author