নির্দিষ্ট রঙের স্টিকার টোটো নির্দিষ্ট রূটে চলছে না এই অভিযোগ আসছিল দীর্ঘদিন ধরে।আর এই কারণেই সোমবার ময়দানে নামলো ট্রাফিক পুলিশ।নীল হলুদ সবুজ বেগুনি রঙের স্টিকার লাগিয়ে রুট ভাগ করে দেওয়ার পরেও একরুটেই চলছিল সব টোটো।
আজ বেশকিছু টোটোকে আটক করে জরিমানা করার পাশাপাশি তাদেরকে সতর্ক করে বলা হয় নির্দিষ্ট রূটে চালাতে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের তরফ থেকে জানা গিয়েছে রুট ভাগ করে দেওয়ার পরেও এক রুটে সব টোটো চলাতে শহরে যানজট বাড়ছে আর এই কারণেই অভিযান চালানো হলো।
এ দিন জংশন ট্রাফিক গার্ডের এস আই টিটু সাহার নেতৃত্বে চলে এই অভিযান।বেশ কড়া ভাবেই এই অভিযানে সামিল হন ট্রাফিক পুলিশ।