শিক্ষ নিয়োগে দুর্নীতি মামলায় বড়ো ঘোষণা। গ্রুপ সি, গ্রুপ ডি ও নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন৷ কিন্তু, একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য বা এসএসসি’র পক্ষ থেকে বিচারপতি হরিশ ট্যান্ডনের বেঞ্চে আবেদন করা হয় এবং ডিভিশন বেঞ্চ সিবিআই অনুসন্ধানের উপর স্থগিতাদেশ জারি করে৷ এই নিয়ে বেনজির সংঘাত দেখা দিয়েছে। এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করলেন, প্রত্যেক এসএসসি নিয়োগে দুর্নীতি বা বেআইনি নিয়োগ মামলা তিনি সিবিআইকেই দেবেন। এসএসসি গ্রুপ ডি মামলায় মন্তব্য তাঁর।
৯৮ জন কর্মী নিয়োগ মামলায় আজই এসএসসির প্রাক্তন উপদেষ্টা এস পি সিনহাকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে সিবিআইকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁকে গ্রেফতার করা যাবে না। কিন্তু লাগাতার স্কুলে বেআইনি নিয়োগ নিয়ে যে সব মামলা আসছে আদালতের কাছে সেখানে বহু মামলায় এসপি সিনহার নির্দেশ কাজ করেছে বলে তথ্য রয়েছে আদালতের কাছে। তাই আজই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী কাল ফের এই মামলার শুনানি। শেষ পাওয়া খবর, রাত ১২ টার মধ্যেই উপদেষ্টা এস পি সিনহাকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা।
নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন৷ কারণ, বিচারপতি মনে করেছিলেন, সেখানে বড়সড় দুর্নীতি থাকতে পারে। কিন্তু, একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য বা এসএসসি’র পক্ষ থেকে বিচারপতি হরিশ ট্যান্ডনের বেঞ্চে আবেদন করা হয় এবং ডিভিশন বেঞ্চ সিবিআই অনুসন্ধানের উপর স্থগিতাদেশ জারি করে৷ এমনকী, এসএসসি-র তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহের স্থাবর-অস্থাবর সম্পত্তির খতিয়ান পেশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বন্দ্যোপাধ্যায়ের একক বেঞ্চ। সেই নির্দেশের উপরেও স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। এর প্রেক্ষিতে কার্যত ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায়। কাদের সুবিধা পাইয়ে দিতে সিঙ্গল বেঞ্চের হাত বাঁধছে ডিভিশন বেঞ্চ? প্রশ্ন তোলেন তিনি।