পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ হল বৈঠক

আচমকাই বৈঠকের ডাক এল কেন্দ্র তরফে । বৈঠক ঘিরে জল্পনা উঠেছে চরমে। বৈঠকের কারণ এখনো স্পষ্ট নয়, জানা যায়নি কেন্দ্র তরফে কেন ডাকা হল এই বৈঠক। বৈঠকের ডাক অনুযায়ী আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জম্মু কাশ্মীরের নেতাদের নিয়ে আজ সর্বদলীয় বৈঠক হয়। জম্মু ও কাশ্মীর সমস্যার সমাধানে বড়সড় অগ্রগতির পথে কেন্দ্র। ৩৭০ ধারা হটানোর পর প্রায় দুই বছর পর কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্যের নেতাদের এটাই প্রথম বৈঠক। এই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এনএসএ অজিত দোভাল, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ, জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা ছাড়াও কেন্দ্রের অনেক আধিকারিক উপস্থিত ছিলেন। প্রায় সাড়ে ৩ ঘণ্টার এই বৈঠকে আলোচনা হয়েছে মূলত কাশ্মীর এবং জম্মুর বিধানসভার পুনর্বিন্যাস এবং দ্রুত নির্বাচন প্রক্রিয়া শুরু করা নিয়ে। তবে, এসবের মাঝে শিরোনামে উঠে এল কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানোর দাবি।

প্রসঙ্গত, ২০১৮ সালে মেহবুবা মুফতির সরকার থেকে বিজেপি সমর্থন প্রত্যাহার করার পর থেকেই কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন চলছে। এরপর ২০১৯ সালের ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর উপত্যকার পূর্ণ রাজ্যের মর্যাদাও ছিনিয়ে নেওয়া হয়। জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস বিলের মাধ্যমে পুরো রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়া হয়। জম্মু ও কাশ্মীর মিলিয়ে একটি এবং লাদাখ এলাকা মিলিয়ে আরেকটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়। এর মধ্যে জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হলেও, এর পৃথক বিধানসভা থাকবে বলে ঘোষণা করেছিল কেন্দ্র।