আজ গেরুয়া শিবিরেরর মিছিলে অনুমতি দিল হাইকোর্ট

অবশেষে পাওয়া গেল অনুমতি। আজ বুধবার ৬ জুলাই বিজেপির মিছিলে কলকাতা হাইকোর্ট অনুমতি দিল। এই দিন বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন এবং তার প্রেক্ষিতেই মিছিল করার আবেদন জানিয়েছিল ভারতীয় জনতা পার্টি শিবির।

সেই মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। কী কী শর্ত রাখা হয়েছে এই মিছিলের জন্য? আদালত জানিয়েছে, যানবাহন চলাচল ব্যাহত করা যাবে না। গার্ড রেল দিয়ে ঘেরা এলাকার মধ্যে সমাবেশ করতে হবে।

৬ জুলাই দুপুর ৩ টেয় গোলপার্ক থেকে বিজেপির শোভাযাত্রা শুর হওয়ার কথা রয়েছে। গড়িয়াহাট, রাসবিহারী মোড় হয়ে হাজরা মোড়ে শেষ হবে এই শোভাযাত্রা। সেখানেই অস্থায়ী মঞ্চে সভা করে সন্ধ্যা ৬ টায় কর্মসূচি শেষ হবে বিজেপির, এমন জানা গিয়েছে।

গেরুয়া শিবিরের দাবি, এ বিষয়ে কলকাতার পুলিশ কমিশনার সহ ভবানীপুর, কালীঘাট, গড়িয়াহাট এবং রবীন্দ্র সরোবর থানার কাছে গত ২৭ জুন ই-মেল মারফত অনুমতি চাওয়া হয়। পরবর্তীকালে ই-মেলের প্রতিলিপিও নিয়ে যাওয়া হয় বলে দাবি বিজেপির। কিন্তু পুলিশের তরফ থেকে কোনও উত্তর দেওয়া হয়নি বলে অভিযোগ বিজেপির নেতাদের।

তাই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় মিছিলের অনুমতি চেয়ে। এই ইস্যুতে মামলা দায়ের করেন বিজেপি নেতা অঙ্কিত দেব। অবশেষে আদালত সেই মিছিলের অনুমতি দিল। এই মিছিলে থাকার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।