আজ ২৩ টিতে দাড়িয়ে, আগামী দিনে ৪৬ টি জেলা হতে পারে, জানিয়ে দিলেন মমতা!

জল্পনা চলছে অনেকদিন ধরেই। বৃহস্পতিবার বিষয়টি আরও স্পষ্ট হল। রাজ্যে ফের বাড়তে চলেছে জেলার সংখ্যা! যদিও কোন-কোন জেলা ভেঙে নতুন জেলা গঠিত হবে তা এখনও স্পষ্ট করেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবনির্মিত টাউন হলের উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী বলেন, ”আমরা Wbcs অফিসারদের জন্য জয়েন্ট, অ্যাডিশনাল সেক্রেটারির পোস্ট বাড়িয়েছি। আরও নতুন করে wbcs -এর কোটা বাড়াতে হবে। দরকার হলে আমরা জেলা বাড়াব। এবং ডব্লিউবিসিএস অফিসারদের জেলাশাসকদের পদে নিযুক্ত করা হবে। আপনারাই সরকারের আসল মুখ। অনেকেই অনেক পোস্টে কাজ করেন। আপনাদের মধ্যে অনেকে ভালো কাজ করছেন। তিনজন ডিএম খুব ভালো কাজ করেছেন। পাশাপাশি আইএএস অফিসারদের সংখ্যাও বেড়েছে বলে জানিয়েছেন তিনি। এরপরই মুখ্যমন্ত্রীর বলেন, ”কিন্তু প্রয়োজন মত আমরা সব পাচ্ছি না। তাই আমরা জেলা বাড়াতে পারছি না। আমরা জেলা বাড়াতে চাই। আজ ২৩ টি জেলা। আগামী দিনে ৪৬ টি জেলা হতে পারে। বিহারকে দেখুন। ওদের কত গুলো জেলা। আমাকে ভাগ করতে গেলে আমার কর্মী সংখ্যা চাই। পরিকাঠামো থাকলেও অফিসার নেই।”