আজ গনেশ চতুর্থ সকাল থেকেই নিয়ম নিষ্ঠার সাথে পুজো

আজ গনেশ চতুর্থী। সকাল থেকেই নিয়ম নিষ্ঠার সাথে পুজো অর্চনায় ব্রত হয়েছেন জলপাইগুড়িবাসী। শঙ্কধ্বনি উলু জোকার, ঢাকের আওয়াজ জানান দিচ্ছে পুজো আসছে। আজ বিভিন্ন গৃহস্থি থেকে ক্লাব সংগঠন গণেশ পূজায় মেতে উঠেছেন।৷ বাড়ির মন্দির সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে গণেশ ঠাকুরকে। ঢাকের আওয়াজে লাড্ডু, ফল, মিষ্টি সহ বিভিন্ন ভোগ প্রসাদের মধ্য দিয়ে জলপাইগুড়ি ইন্দিরা গান্ধী কলোনি এলাকায় শনিবার সাতসকালে গৃহস্থিরাও পূজো অর্জনায় ব্রত হয়েছেন।

ছোট থেকে বড় সকলেই গণেশ চতুর্থীতে আনন্দে মেতেছেন।* অপরদিকে,আজ গনেশ চতুর্থী ।আর সেই উপলক্ষে জলপাইগুড়ি শহরের ছোট বড় পুজো গুলোর মধ্যে অন্যতম জলপাইগুড়ি ভূপতি গ্রুপ ।এবার তারা এক কাল্পনিক  মন্দিরের আদলে বিশাল  পুজো অনুষ্ঠিত করছেন।

শুক্রবার রাতে পুজোর উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয কাউন্সিলর তপন ব্যানার্জি সহবিভিন্বিশিষ্টজনেরা। এবারেও গণেশ মূর্তিটিও বিশাল আকৃতির তৈরি করা হয়েছে। ভুপতি গ্রুপের পুজো দেখতে  জলপাইগুড়ি বাসি তথা উত্তরবঙ্গবাসী ভিড় জামান।