পরিযায়ী পাখিদের আনাগোনা বাড়াতে উদ্যোগী হলো শিলিগুড়ির পরিবেশপ্রেমী এক স্বেচ্ছা সেবি সংগঠন অক্টোপিক

দূষনমুক্ত পরিবেশ রক্ষা করে প্রকৃতির ভারসাম্য বজায় রেখে পরিযায়ী পাখিদের আনাগোনা বাড়াতে উদ্যোগী হলো শিলিগুড়ির পরিবেশপ্রেমী এক স্বেচ্ছা সেবি সংগঠন অক্টোপিক। সেইমত প্রতিবারের ন্যায় এবছরও শীতের শুরুতেই জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে পরিবেশ বাঁচাতে একটি বৈঠক করলেন তারা। শনিবার শনিবার ফাঁশিদেওয়ার বিডিও সঞ্জু গুহ মজুমদার, ডিসিপি (গ্রামীন) অচিন্ত গুপ্ত সহ স্থানীয় পরিবেশপ্রেমী ও স্থানীয় এলাকার বাসিন্দাদের নিয়ে বৈঠক করলেন সংস্থার উচ্চপদস্থ সদস্য দীপজ্যেতি চক্রবর্তী।

শিলিগুড়ির অদুরে ফুলবাড়ি তিস্তা ব্যারেজের সন্নিকটে ছোট্ট একটি জায়গা বর্তমানে পর্যটকদের অন্যতম মূল আকর্শনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই অঞ্চলে শীত পরতেই বিভিন্ন দেশ-বিদেশ থেকে প্রচুর পরিযায়ী পাখির আনাগোনা বেড়ে যায় এইখানে। ভীড় জমানো এইসব বিভিন্ন প্রজাতির পরিযায়ীদের দেখতে ভীড় জমান সাধারণ মানুষ থেকে, পাখি প্রেমী ও পর্যটকরা। বিগত বছর কয়েক আগেও এই অঞ্চলে সাধারণ মানুষের স্বেচ্ছাচারিতা, দাপাদাপির ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে গেছিল। পিকনিক, মাইক বাজিয়ে নাচগান, অসামাজিক কাজের জন্য ধ্বংস হয়ে গেছিল এই স্থানটি। ফলে বন্ধ হয়ে গেছিল পরিযায়ীদের আনাগোনা। পরে শিলিগুড়ির পরিবেশ প্রেমী সংস্থা অপ্টোপিক-এর উদ্যগে ধিরে ধিরে স্থানীয় পরিবেশ ফের নতুন করে নিজের ছন্দে ফেরে। বর্তমানে বহু পরিযায়ীদের আনাগোনা বেড়ে গেছে। আর এই পরিবেশ যাতে পরিযায়ীদের জন্য উপযোগি হয় সেই জন্য স্থানীয় মানুষদের সচেতন করতে জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে ফিবছরই বৈঠক করেন তারা।