টয়োটা কির্লোস্কর মোটর (টিকেএম) ভারতের অন্যতম অগ্রণী ন্যাশনালাইজড ব্যাংক ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে এক পার্টনারশিপ শুরু করল। এর উদ্দেশ্য গ্রাহকদের আকর্ষণীয় ‘ভেহিকেল ফাইনান্সিং অপশন’ প্রদান করা।
নতুন টাই-আপের মাধ্যমে গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা পূরণ হওয়া সম্ভব হবে, যেমন ৯০% পর্যন্ত অন-রোড ফান্ডিং, যাতে প্রসেসিং ফি, ফোরক্লোজার, ও পার্ট-পেমেন্ট চার্জ থাকবে না। এরফলে এখন থেকে রুরাল ও সেমি-রুরাল এলাকার গ্রাহকদের পক্ষে ‘ইজিয়ার ফান্ডিং অপশন’-এর মাধ্যমে তাদের পছন্দসই টয়োটা ভেহিকেল ক্রয় করা সম্ভব হবে। এই টাই-আপ এমন সময়ে আরম্ভ হল যখন টিকেএম তাদের প্রোডাক্ট পোর্টফোলিও প্রসারণের কাজ চালাচ্ছে। মডেলগুলির মধ্যে রয়েছে ইনোভা হাইক্রস, আর্বান ক্রুজার হাইরাইডার, নিউ ইনোভা ক্রিস্টা, হাইলাক্স, ফরচুনার, লিজেন্ডার, টয়োটা গ্ল্যাঞ্জা, ক্যামরি হাইব্রিড ও ভেলফায়ার।
আগ্রহী ক্রেতারা দেশের ৫৬৭টি টিকেএম কাস্টমার টাচপয়েন্ট ও ইন্ডিয়ান ব্যাংকের ৫৭০০টিরও বেশি ব্রাঞ্চ থেকে ‘ফাইনান্সিং বেনিফিট’ গ্রহণ করতে পারবেন।