আগরতলায় টি-টিইপি ইনস্টিটিউট খুলল টিকেএম

অটোমোটিভ স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন (এএসডিসি) এর সহায়তায় লক্ষ্মী ড্রাইভিং অ্যান্ড ট্রেনিং স্কুলের মাধ্যমে ত্রিপুরার  আগরতলায় টি-টিইপি  ইনস্টিটিউট বাটয়োটা টেকনিক্যাল এডুকেশন প্রোগ্রামের  উদ্বোধন করল টয়োটা কির্লোস্কার মোটর(টিকেএম)। উল্লেখ্য, ত্রিপুরায় টি-টিইপি ইনস্টিটিউটের এটি প্রথম স্কুল এবং দেশব্যাপী টি-টিইপি ইনস্টিটিউটের এটি ৬২ তম স্কুল। টিকেএম-এর উদ্দেশ্য হল- এই টি-টিইপি প্রোগ্রামের মাধ্যমে গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। উদ্বোধনী অনুষ্ঠান  উপস্থিত ছিলেন  ত্রিপুরা সরকারের অতিরিক্ত পরিবহন কমিশনার অজিত দেবনাথ,  টিকেএম-এর সিনিয়র এক্সিকিউটিভ প্রমুখ।    

বলাবাহল্য টি-টিইপি “স্কিল ইন্ডিয়া” মিশনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই অটোমোবাইল শিল্পে প্রতিভাবান এবং প্রযুক্তিগতভাবে দক্ষ  পেশাদার তৈরির লক্ষ্যে টিকেএম ২৬ টি রাজ্যে ৬২টি  আইটিআই/ডিপ্লোমা  ইনস্টিটিউটের সাথে যুক্ত। বর্তমানে ১২,০০০-এরও বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছে টি-টিইপি এবং ৭০% শিক্ষার্থী দেশ ব্যাপী বিভিন্ন অটোমোবাইল কোম্পানি এবং তাদের ডিলারশিপে কাজ করছে।

টয়োটা কির্লোস্কার মোটরের কান্ট্রি হেড ও ইভিপি বিক্রম গুলাটি বলেন, লক্ষ্মী ড্রাইভিং অ্যান্ড ট্রেনিং স্কুলের সাথে আমাদের সহযোগিতা তৃণমূল পর্যায় থেকে  প্রতিভাকে তুলে আনবে এবং গ্রামীণ এলাকার যুবকদের জন্য কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ প্রদান করবে।