আরবান ক্রুজারের টপ ফোর গ্রেডের দাম ঘোষণা করল টিকেএম

বহুল প্রতীক্ষিত টয়োটা আরবান ক্রুজার হাইরাইডারের দাম ঘোষণা করল টয়োটা কির্লোস্কর মোটর (টিকেএম)। সর্বশেষ অফারের মাধ্যমে টপ ফোর গ্রেড আরবান ক্রুজারের দাম ঘোষণা করল টিকেএম।  এরপর পর্যায়ক্রমে বাকি গ্রেডের দাম ঘোষণা করা হবে। চলতি বছরের জুলাইয়ের শুরুতেই নতুন এসইউভি লঞ্চ করা হয় এবং একই সঙ্গে  বুকিংও-এর কথাও ঘোষণা করা হয়।  টয়োটার টেকসই অফারগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ভিএ। যা টয়োটার বিখ্যাত গ্লোবাল এসইউভি বংশের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। আরবান ক্রুজারের বোল্ড এবং অত্যাধুনিক স্টাইলিং সহ উন্নত প্রযুক্তি বৈশিষ্ট্যগুলি গ্রাহকদের কাছে সহজেই আকর্ষণীয় হয়ে উঠবে। 

আরবান ক্রুজারের টপ ফোর গ্রেডের দাম গুলি হল -১)   ভি ইড্রাইভ ২ডব্লিউডি হাইব্রিড। যার দাম ১৮,৯৯,০০টাকা। ২) জি ইড্রাইভ ২ডব্লিউডি হাইব্রিড-এর দাম ১৭, ৪৯,০০০টাকা, ৩) এস ইড্রাইভ২ডব্লিউডি হাইব্রিড এবং ৪) ভি এটি ২ডব্লিউডি নিয়ো ড্রাইভ-এর দাম যথাক্রমে ১৫,১১,০০০টাকা ও ১৭,০৯,০০০টাকা।

গুরুত্বপূর্ণ মাইলফলক সম্পর্কে মন্তব্য করতে গিয়ে টিকেএম-এর সেলস অ্যান্ড স্ট্র্যাটেজিক মার্কেটিং, অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট অতুল সুদ বলেন, আরবান ক্রুজার হাইড্রেডারের জন্য অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা সম্মানিত।