বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যে সোমবার অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে বাঘ গণনার কাজ। বাঘের ডেরায় বসানো হবে বিশেষ ক্যামেরা, আগামী এক সপ্তাহ ধরে চলবে এই ক্যামেরা বসানোর কাজ। আর সেই ক্যামেরার ছবি থেকেই বাঘ গণনা করা হবে।সূত্রের খবর অনুযায়ী, সুন্দরবন এলাকার মধ্যে সজনেখালি রেঞ্জ, বসিরহাট রেঞ্জ, ন্যাশনাল পার্ক ইস্ট ও ন্যাশনাল পার্ক ওয়েস্ট রেঞ্জে ২৫৮৫ স্কোয়ার কিলোমিটার ক্যামেরা বসানো হবে।
এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার আওতাধীন মাতলা রেঞ্জে মোট ৭৩২টি ক্যামেরা বসানো হবে। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি প্রতি চার বছর অন্তর অন্তর এই বাঘ সুমারি করে। পশ্চিমবঙ্গে গত দুই বছরে বাঘের সংখ্যা ছিল ১০১।
সে সংখ্যাই এখন কতটা বেড়েছে তা নির্ধারণ করার জন্য সুন্দরবনে ক্যামেরা বসানো হবে।বন দফতর সূত্রে খবর, আগামী ৩৫ দিন ধরে ক্যামেরাগুলি বসানো থাকবে এবং সেই ক্যামেরাগুলি ২ জানুয়ারি বনকর্মীরা গিয়ে তুলে আনবেন।