ক্রমাগত বদলাতে থাকা আবহাওয়ার এই পরিস্থিতিতে বিদায় নিয়েছে শীত, আগমন হয়েছে গরমর। এবার পুরোপুরি বদলাচ্ছে আবহাওয়া। কখনও আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মত একাধিক জেলায় শুরু হয়ে গিয়েছে ঝড়-বৃষ্টি।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজও ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। ঝড়-বৃষ্টির তোলপাড় হতে পারে উত্তরবঙ্গেও। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। একই সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে জেলায় জেলায়।
ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে দক্ষিণবঙ্গে। রয়েছে নিম্নচাপও। সবমিলিয়ে ঝড়-বৃষ্টি বাড়বে। ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, কলকাতা সহ সব জেলাতেই।