শিয়ালদহ স্টেশন থেকে মায়ানমারের তিন বাসিন্দাকে আটক করা হয়েছে। তাঁদের কাছে কোনও বৈধ নথি না থাকায় আটক করেছে রেল পুলিশ। রেল পুলিশ সূত্রে খবর, তাঁরা রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন প্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। শুক্রবার রাতেই তাঁদের আটক করেন শিয়ালদহ স্টেশনে আরপিএফ জওয়ানেরা। এরপর তাঁদের শিয়ালদহ জিআরপি থানার হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, এ দেশে আসার কোনও বৈধ নথি তাঁরা দেখাতে পারেননি। সে ক্ষেত্রে শিয়ালদহ স্টেশনে ধৃতেরাও রোহিঙ্গা কি না, তা তদন্ত করা হচ্ছে বলে রেল পুলিশ সূত্রে খবর।
শুক্রবার রাতে শিয়ালদহ স্টেশনে তিন জনের ব্যবহার দেখে সন্দেহ হয় টিকিট পরীক্ষকদের। তাঁরা কোথায় যাচ্ছেন, সে বিষয়ে কোনও সঠিক তথ্য না পেয়ে টিকিট পরীক্ষকেরা ওই তিন জনকে শিয়ালদহ স্টেশনে থাকা আরপিএফ জওয়ানদের হাতে তুলে দেন। সেখানেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনও উওর পাওয়া যায়নি। এরপর তাঁদের চাপ দিতেই জানা যায়, তিন জনেই মায়ানমারের বাসিন্দা। ভারতে থাকার কোনও বৈধ নথি তাঁদের ছিল না। সেই কারণে তাঁদের আটক করে শিয়ালদহ জিআরপি থানায় পাঠিয়ে দেন আরপিএফ জওয়ানেরা।
পুলিশ সূত্রে খবর, কোনও বৈধ নথি ছাড়াই মায়ানমারের ওই তিন বাসিন্দা ভারতে প্রবেশ করেছে বলে অনুমান করা হচ্ছে। সে জন্য, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে আরও তথ্য সংগ্রহের কথা ভাবছে পুলিশ। শিয়ালদহ জিআরপি থানার আইসি বাসুদেব মল্লিক জানিয়েছেন, আরপিএফের তরফে ধৃতদের বিরুদ্ধে অভিযোগ জানানো হবে। এর পরেই পরবর্তী পদক্ষেপ করা হবে।