পার্থ নিয়োগী ঃ নেপালের ঝাপায় অনুষ্ঠিত পঞ্চম বর্ষ আর্ন্তজাতিক যোগাসন প্রতিযোগিতায় মেয়র কাপ ২০২৩ য়ে পদক জয় করে দেশের মুখ উজ্জল করলেন কোচবিহারের তিন প্রতিযোগী। গত মাসে অনুষ্ঠিত এই আর্ন্তজাতিক যোগাসনে অংশ নেয় ভারত সহ, বাংলাদেশ, ভূটান ও নেপালের প্রতিযোগীরা। আর এতে অংশ নিয়ে সাফল্য এনে দিল কোচবিহার দুই নম্বর ব্লকের বোকালির মঠের আদর্শ যোগাসন সেন্টারের তিন প্রতিযোগী । ছেলেদের ট্র্যাডিশনাল যোগাসনের ১৮ থেকে ২৮ বছর বয়স বিভাগে প্রথম ও দ্বিতীয় দুটি স্থানই অর্জন করে কোচবিহারের দুই কিশোর। প্রথম স্থান অর্জন করেন ধনঞ্জয় রায় এবং দ্বিতীয় স্থান অর্জন করে শুভ বর্মন। আর মেয়েদের ট্র্যাডিশনাল যোগাসনের অনূর্দ্ধ ৯ বছর বয়স বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে বর্ষা রায়। তাদের এই অসাধারন সাফল্যে খুশি কোচবিহারের ক্রীড়া মহল। কোচবিহার শহর থেকে ১৬ কিমি দুরের গ্রাম বোকালির মঠের আদর্শ যোগাসন সেন্টারের এই তিনজন কে দেখে অন্যান্ন যোগাসনের শিক্ষার্থীরাও বেজায় খুশি। আগামীতে আদর্শ যোগাযোগ সেন্টারের হাত ধরে এমন সফল অনেক প্রতিযোগী যোগাসনে উঠে আসবে বলে মনে করে কোচবিহারের ক্রীড়া মহল।