ট্যাব দুর্নীতিতে শিলিগুড়ি থেকে গ্রেফতার তিন

ট্যাব কেলেঙ্কারির শিকার ১৯১১ জন পড়ুয়া।দুর্নীতির শিকড় খুঁজতে ইতিমধ্যেই  কলকাতা পুলিশ সিট গঠন করেছে।পুলিশের প্রাথমিক অনুমান,স্কুলের সার্ভার হ্যাক করে কিংবা পোর্টালের পাসওয়ার্ড চুরি করে এই কাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতীরা।তদন্ত শুরু করতেই একের পর এক নাম সামনে উঠে এসেছে।এবার ট্যাব দুর্নীতিতে শিলিগুড়ি থেকে কলকাতা পুলিশ তিন জনকে গ্রেফতার করে।শিলিগুড়িতে যে তিনজন ধরা পড়েছে তার মধ্যে একজন প্রাথমিক শিক্ষক।সোমবার  শিলিগুড়ি  ভক্তিনগর থানা এলাকা থেকে কলকাতা পুলিশ  তিন জনকে গ্রেফতার করে।এদিন সেবক রোডের কসমস শপিং মলের সামনে থেকে দিবাকর দাস নামের এক প্রাথমিক শিক্ষকে গ্রেপ্তার করে। তাঁর সঙ্গে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ গোপাল রায় ও বিশাল ঢালি নামে আরও দু’জনকে।দিবাকর ও গোপালের বাড়ী দার্জিলিং জেলার শিলিগুড়িতে।ধৃত বিশালের বাড়ী উত্তরদিনাজপুর জেলার চোপড়াতে।কলকাতা পুলিশ তাদের গ্রেফতার করে ভক্তিনগর থানায় আশার পর  কলকাতার উদ্দেশে নিয়ে যায়।