চাকরি বাতিলের মাঝেই এবার আন্দোলনের হুমকি

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই ২৫,৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে।

তার রেশ পুরোপুরি কাটতে না কাটতেই এবার আন্দোলনের হুমকি দিলেন প্রায় ২০,০০০ শিক্ষক। শিক্ষকদের বক্তব্য, বছরের পর বছর ধরে সামান্য টাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে পড়াচ্ছেন। স্কুলে পড়ানোর পাশাপাশি উচ্চ মাধ্যমিকের খাতাও দেখছেন। তবে তাঁদের কোনও দাবি পূরণ হয়নি। সেই কারণে এবার স্কুল বয়কটের পথে হাঁটতে পারেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি কর্তৃক নিযুক্ত আংশিক সময়ের শিক্ষকরা।

এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রায় ২০,০০০ ম্যানেজিং কমিটি কর্তৃক নিযুক্ত আংশিক সময়ের শিক্ষক রয়েছেন। এমনটা তাঁরাই জানিয়েছেন। তাঁদের বক্তব্য, বর্তমান সময়ে দাঁড়িয়ে কাজের চাপ বৃদ্ধি পেলেও তাঁদের কথা ভাবা হচ্ছে না।