আবারও চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছে করোনা। বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে নতুন করে ৩২৫ জনের সংক্রমণ হয়েছে। এরফলে দৈনিক সংক্রণের হার ০.৫ শতাংশ থেকে বেড়ে প্রায় আড়াই শতাংশের কাছে পৌঁছে গিয়েছে। যা গত ৪০ দিনে সর্বোচ্চ বলে জানাচ্ছে দিল্লির স্বাস্থ্য দফতর।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু হলেও দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা এখনও হাজার ছুঁইছুঁই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহারাষ্ট্র, ওড়িশা, হরিয়ানা এবং মিজোরামে ৪ জনের মৃত্যু হয়েছে। দেশে দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে দিল্লি (৩৬৬)। এর পরে রয়েছে হরিয়ানা (১৭৪), উত্তর প্রদেশ (১০৮) এবং মহারাষ্ট্র (৬৯)। তবে মহারাষ্ট্র এবং গুজরাতে XE ভেরিয়েন্টের ২ টি কেস রিপোর্ট হওয়ার পর, গত ২ দিনে ভারতে XE ভ্যারিয়েন্টের অন্য কোন কেস পাওয়া যায়নি । এদিকে সারা ভারতে এখনও অবধি মোট ১৮৬ কোটি ৩৮ লক্ষ ৩১ হাজার ৭২৩ জনের টিকাকরণ হয়েছে। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ।