রাজ্যের সংক্রমণ কমলেও চিন্তা বাড়লো মৃত্যুর সংখ্যা নিয়ে

বাড়তে থাকা সংক্রমণকে রুখতে রাজ্যে জারি হয়েছে করা বিধিনিষেধ৷ সংক্রমণ রুখতে করোনা বিধির সুফল কিছুটা হলেও মিলছে৷ আজ আবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। তবে মৃত্যু নিয়ে একটা চিন্তা রয়েই গিয়েছে। তবে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। রাজ্যের আজ সুস্থতার হার ৯৪.১৭ শতাংশ।

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৪৬ জন। সংক্রমিত জেলাগুলির মধ্যে আজ প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা, দ্বিতীয় কলকাতা। নতুন করে সেখানে সংক্রমিত যথাক্রমে ৬৭৮ জন এবং ৪৯৬ জন। তৃতীয় স্থানে বীরভূম। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ৩০০ জন। চতুর্থ স্থানে জলপাইগুড়ি। সেখানে একদিনে সংক্রমিত ২৯৫ জন। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ১৯ লক্ষ ৬৯ হাজার ৭৯১ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৭ জনের মোট মৃত্যু হয়েছে ২০ হাজার ৩৭৫ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ২০ হাজার ৪৮১ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৮ লক্ষ ৫৪ হাজার ৮৮১ জন।

এদিকে ১১ মার্চের পর থেকে কোভিড সাধারণ রোগে পরিণত হতে পারে বলে দাবি করেছেন ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর)-এর অতিমারি বিভাগের প্রধান সমীরণ পাণ্ডা। দেশের এক প্রথম সারির সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মনে করা হচ্ছে ১১ ডিসেম্বর থেকে শুরু করে তিন মাস ধরে দেশে চলবে ওমিক্রনের দাপট। ১১ মার্চের পর এই রোগের হাত থেকে কিছুটা অব্যাহতি পেতে পারে সকলে। পাণ্ডার মতে, সম্ভবত ১১ মার্চের পর ভারতে কোভিড-১৯ এর অবস্থান একটি সাধারণ রোগের মতো হবে৷