স্বস্তি পেলেও চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃত্যুর সংখ্যা

গত বছরের তুলনায় এবছর আরও ভয়ঙ্কর রুপ নিয়েছিল করোনা। এবার স্বস্তির নিঃশ্বাস দেশে। বেশ কয়েক দিন পর দেশের করোনার গ্রাফে বড়সড় স্বস্তি। খানিকটা হলেও আশার আলো দেখছে দেশবাসী। দেশে অনেকটাই কমল দৈনিক করোনা সংক্রমণ। দেশের স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ২২ হাজার ৩১৫ জন। এক মাসেরও বেশি সময় পর দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা নেমেছে আড়াই লক্ষের নীচে। যা বেশ খানিকটা স্বস্তির খবর। দেশের অধিকাংশ রাজ্যে দৈনিক সংক্রমণের লাগামছাড়া পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ২৭ লক্ষ ২০ হাজার। যদিও করোনার জেরে দৈনিক মৃত্যু কমার কোনও লক্ষণ নেই। করোনায় মৃত্যুতে বিশ্বে তৃতীয় স্থানে উঠে এল ভারত। আমেরিকা এবং ব্রাজিলের পর ভারতে করোনাভাইরাস প্রাণ কাড় ৩ লক্ষের বেশি মানুষের। মৃত্যুর সংখ্যা রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৪৫৪ জনের। এবার এই ধারা অব্যাহত থাকে কিনা, সেটাই দেখার। মোট ১৯ কোটি ৬০ লক্ষ ৫১ হাজার ৯৬২ জনকে এখনও পর্যন্ত ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে।