প্রকাশ্যে এলো আলাপন বন্দোপাধ্যায়কে হুমকি দেওয়া ধৃতেরা

এবার পুলিশের জালে ধরা পড়লো ধৃতরা৷ রাজ্যের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে হুমকি চিঠি দেওয়ার অভিযোগে ধৃত ৩৷ এর মধ্যে রয়েছেন এক চিকিৎসকও৷ এই ঘটনার মাস্টারমাইন্ড আর কেউ নন, কেপিসি মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. অরিন্দম সেন৷ গ্রেফতার করা হয়েছে ওই চিকিৎসকের গাড়ি চালক রমেশ সাই এবং টাইপিস্ট বিজয় কুমার কয়াল৷ 

পুলিশ সূত্রে খবর, আপালনই প্রথম নন৷ এর আগে একাধিক বিশিষ্টজনকে হুমকি চিঠি পাঠিয়েছিলেন ওই চিকিৎসক৷ তিনজনকে লাগাতার জেরা করে গোয়া রহস্যের কিনারা করতে চাইছে পুলিশ৷ প্রসঙ্গত অক্টোবর মাসের শেষে আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি হুমকি চিঠি আসে৷ সেখানে লেখা হয়, আপনার স্বামীকে খুন করা হবে। কেউ তাঁকে বাঁচাতে পারবে না।”

চিঠির প্রেরক হিসাবে রাজাবাজার সায়েন্স কলেজে কর্মরত দু’জনের নাম উল্লেখ করা হয়৷ কিন্তু তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এই চিঠিটি এসেছে শরৎ বসু রোড ডাকঘর থেকে৷ চিঠিটি পাঠানো হয়েছে স্পিড পোস্টে৷ হাইপ্রোফাইল ব্যক্তিকে খুনের চিঠি পাঠানর মতো ঘটনার তদন্তভার সঁপা হয় কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তাদের হাতে৷ তাঁরাই এই কাণ্ডের পর্দা ফাঁস করেন৷ 

ডা. অরিন্দম সেনের কাণ্ডকারখানা দেখে তাজ্জব দুঁদে অফিসাররাও৷ গত দু’ বছর ধরে সমাজের বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যক্তিকে একের পর এক মকি চিঠি পাঠিয়েছেন ওই চিকিৎসক৷ আলাপন বন্দ্যোপাধ্যায় সহ মোট সাত জনকে শরৎ বোস রোডের ওই পোস্ট অফিস থেকে হুমকি চিঠি পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে৷ গত ২৫ অক্টোবর যে সাত জনকে অরিন্দম সেন হুমকি চিঠি পাঠিয়েছিলেন, তাঁদের মধ্যে আলাপন বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন এনআরএস হাসপাতাল ও মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল, ডিরেক্টর মেডিক্যাল এডুকেশন, সায়েন্স সেক্রেটারি, মেডিক্যাল কলেজের প্রিন্সিপালের মতো বিভিন্ন পদাধিকারীরা৷