ফলের রাজা আম। আর গরমকাল মানেই ফলের রাজা আমের আবির্ভাব হওয়ার সময়। সারাবছর ধরে সবধরনের ফল পাওয়া গেলেও আম কিন্তু পাওয়া যায় শুধুমাত্র গরমকালেই। কিন্তু এইবছর আমের ফলন তুলনামূলকভাবে কম। আর মাত্র ১৫ দিন পরে জামাইষষ্ঠী। আর জামাইষষ্টিতে আম চাই ই চাই। এবারের জামাইষষ্টিতে জামাইয়ের পাতে পরবেনা আম!
এবছর রাজ্য জুড়ে আমের ফলন খুব কম। ফলে এবছর জামাইষষ্ঠীতে বাঙালির প্রিয় আমের অভাব হবে বলে আশঙ্কা করছেন আম চাষীরা। অন্যান্য বছরের তুলনায় আমের অভাব দেখা দিয়েছে গোটা বাংলায়। তাছাড়া সদ্য বাংলার বুকে তান্ডব চলিয়েছে রেমাল। রেমাল আসবে বলে ছোট অবস্থাতেই অনেক আমচাষীরা আম পেড়ে নিয়েছিলেন। ফলে আমের আরও আকাল দেখা দিয়েছে।
ফলে এবছর জামাইষষ্ঠীর সময় বাজারে আমের অভাব হতে পারে। কালনা মহাকুমার পূর্বস্থলী-২, পূর্বস্থলী-১, এবং কালনা-২ ব্লকে বহু বিঘে জমি জুড়ে আমের বাগান। এইবছর আমের ফলন ভাল হয়নি। ফলে জামাইষষ্ঠীতে আমের জোগান কীভাবে দেবে সেই নিয়ে চিন্তায় রয়েছেন আমচাষীরা। এর জন্য চাষীরা দায়ী করছে কম পরিমাণে বৃষ্টিকেই।