চলতি বছর শহিদ সমাবেশ হবে অফলাইনে

অতিমারীর সময়ে বিগত দু বছর ধরে বন্ধ ছিলো অনেক কিছু। তবে বর্তমান সময়ে এই অতিমারী পরিস্থিতি বেশ খানিকটা শিথিল হওয়ায় ধীরে ধীরে আগের পর্যায়ে ফিরছে সব কিছু। করোনারা কারণে গত দু’বছর চিরাচরিত ভাবে হতে পারেনি তৃণমূল কংগ্রেসের ২১ জুলাই জনসভা। ভার্চুয়াল মাধ্যমে হয়েছিল শহিদ সমাবেশ। কিন্তু এই বছর চিত্রটা বদলাবে। কারণ কোভিড পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে তাই এই বছর ২১ জুলাই শহিদ সমাবেশ হতে চলেছে ‘অফলাইন’-এই। শুক্রবার প্রস্তুতি বৈঠকের পর এমনটাই জানালেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ঠিক আগের মতোই সমাবেশ হবে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে।

এদিন পার্থ বলেন, এবারের ২১ জুলাই সমাবেশ হতে চলেছে ঐতিহাসিক। সারা দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে থাকবে, তিনি কী বলছেন তা শোনার অপেক্ষায় থাকবে। কোভিডের কারণে গত দু’বছর ধরে জনসভা করতে যায়নি। কিন্তু এবার সব হবে আগের নিয়ম অনুসারেই। অন্যান্য রাজ্য থেকেও তৃণমূল প্রতিনিধিরা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন। এমনটাই জানান তৃণমূলের মহাসচিব। এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, এবারের ২১ জুলাই সফল করার উদ্দেশে বুথ স্তর থেকে প্রস্তুতি হবে। ‘ধর্মতলা চলো’ প্রচার চালানো হবে।

এদিন তৃণমূলের নয়া ভবনে প্রস্তুতি বৈঠক ছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি। একই সঙ্গে দলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা, জেলা তৃণমূলের সভাপতি, সাংসদ, বাছাই করা বিধায়করা। আগামী ২১ জুলাই নিয়ে এমনিতেই খুব আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস। গত দু’বছরে সমাগম করা সম্ভব হয়নি, তাই এই বছর কর্মী-সমর্থকরা আরও বেশি করে সমাবেশে আসবেন বলেই আশা নেতৃত্বের।