বিগত বেশকিছুদিন ধরে অনবরত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া, কখনো একনাগাড়ে ভারী বৃষ্টি তো আবার কখনো তাপমাত্রার পারদ শীর্ষে। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই বছর বর্ষা দেরিতে প্রবেশ করবে। মৌসম ভবন জানিয়েছে এরই মধ্যে নতুন নিম্নচাপ সৃষ্টি হতে পারে সাগরে। জানা যাচ্ছে নয়া এই নিম্নচাপ প্রভাব বিস্তার করতে পারে বর্ষার আগমনের উপর।
আগেই আইএমডি পূর্বাভাস দিয়ে জানিয়েছিল এই বছর কেরলে ১ লা জুনের পরিবর্তে বর্ষা প্রবেশ করতে পারে ৪ ঠা জুন। ফলে বাংলায় নির্দিষ্ট সময়ের পরেই প্রবেশ করবে বর্ষা। সাধারণত জুনের দ্বিতীয় সপ্তাহে পশ্চিমবঙ্গে বর্ষা ঢোকে। কিন্তু বিগত বছরগুলিতে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে বর্ষা শুরু হতে বেশ দেরি হয়েছে।
অপরদিকে এই বছর কেরলেও বর্ষা ঢুকছে দেরি করে। তাই আবহাওয়াবিদরা মনে করছেন এই বছর পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকতে আরও বিলম্ব হবে। জানা যাচ্ছে আরব সাগরে ৬ ও ৭ ই জুন তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ। এই নিম্নচাপ বাধা সৃষ্টি করতে পারে মৌসুমী বায়ুর অগ্রগতিতে।