চলতি বছর পুজোর মরশুমে বড়ো অঙ্কের আর্থিক লেনদেন হয়েছে রাজ্যের

সমাপ্তি হয়েছে পুজোর, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই উৎসব ঘিরে যে চরম উত্তেজনা থাকে তা বলাই বাহুল্য। কিন্তু এর একটা ব্যবসায়িক দিকও যে থাকে সেটাও অস্বীকার করা যায় না। সেই দিক থেকেই চলতি বছর বিরাট লাভবান হয়েছে রাজ্য, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, এই বছর উৎসবের মরশুমে ৫০ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে রাজ্যে।

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই বছরে জঙ্গলমহলকে কেন্দ্র করে ৭২ হাজার কোটি টাকার বিনিয়োগ হচ্ছে। বিরোধীরা বরাবরই রাজ্যের শিল্পের অবস্থা নিয়ে প্রশ্ন তুলে এসেছে। মূলত টাটা গোষ্ঠীর চলে যাওয়ার পর রাজ্যে তৃণমূল সরকারের আসা এবং পরবর্তী ক্ষেত্রের পরিস্থিতি নিয়ে কটাক্ষ চলতেই থাকে।

কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর অনেকবার শিল্পের কথা বলেছিলেন। চলতি বছরই টাটা, আদানির সঙ্গে চুক্তি নিয়ে তথ্য সামনে এসেছে। আর এদিন শিল্প নিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে অনেক শিল্প হচ্ছে। বাংলার মূল লক্ষ্য হল শিল্প ও বিনিয়োগ।

যদিও দুর্গাপুজো শুরুর আগে ক্লাবগুলিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়াকে কেন্দ্র করে বিরাট বিতর্ক সৃষ্টি হয়েছিল। তার জল কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়ায়। মূল অভিযোগ ছিল, ডিএ না দিয়ে প্রায় ২৫০ কোটি টাকা অনুদানে খরচ করা হচ্ছে যা অনৈতিক। পরে রাজ্য আদালতে জানায় কোনও ডিএ বাকি নেই। কিন্তু আদালতের নির্দেশ সত্ত্বেও যে নির্ধারিত দিনে ডিএ দেয়নি রাজ্য তা স্পষ্ট হয়। বিতর্ক কিন্তু এখনও চলছেই।