লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে বড় চমক। গতকাল ব্রিগেডের সমাবেশ থেকে ২০২৪ লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস।
৪২ প্রার্থীর সেই তালিকায় অন্যতম চমক হলেন সিনিয়র পাঠান। আসন্ন নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে লড়বেন তিনি। ইউসুফ ছাড়াও তৃণমূলের প্রার্থী তালিকায় নাম রয়েছে দেশের আরও এক প্রাক্তন ক্রিকেটারের। বিশ্বকাপজয়ী কীর্তি আজাদকেও টিকিট দিয়েছে ঘাসফুল শিবির।
সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলার বহরমপুরে প্রার্থী করা হয়েছে টিম ইন্ডিয়ার এই প্রাক্তন ক্রিকেটারকে। বহিরাগত বনাম ভূমিপুত্র ইস্যুর আবহে ইউসুফ, শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদের মতো ভিন রাজ্যের তারকাদের তৃণমূলের টিকিট দেওয়ার সিদ্ধান্ত বেশ চমকপ্রদ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।