ভিভোর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ

সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠছে আর্থিক তছরুপের, এই কারণে এবার ইডির নজরে নতুন এক সংস্থা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডির নজরে এবার চীনা মোবাইল নির্মাণকারী সংস্থা ভিভো। ভিভোর দেশজুড়ে মোট ৪৪ টি কার্যালয়ে হানা দেন ইডি আধিকারিকরা। তবে এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনও আর্থিক তছরুপের প্রমাণ মিলেছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

চলতি বছরের প্রথম থেকেই একের পর এক চিনা সংস্থা দেশের তদন্তকারীদের নজরে এসেছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি চিনা কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। জানা গিয়েছিল চিনা সংস্থার অফিসগুলির বিরুদ্ধে সম্প্রতি একের পর এক অভিযোগ আসছে যে কারণে তাদের কার্যালয়গুলিতে অভিযান চালানো হচ্ছে।

এর আগে আর্থিক অনিয়মের অভিযোগে গত মে মাসেই চিনা সংস্থা শাওমির বিরুদ্ধে তদন্ত চালানো হয়েছিল। এপ্রিল মাসের শেষের দিকে শাওমির ৫,৫৫১.২৭ কোটি টাকা বাজেয়াপ্ত করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় সংস্থার তরফে জানানো হয়, ১৯৯৯ সালের ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের (ফেমা) আওতায় শাওমির অ্যাকাউন্ট থেকে সেই অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে।

তার আগে গতবছরের ডিসেম্বরেই আরও এক চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ওপ্পো মোবাইল কোম্পানি এবং তাদের বিক্রেতাদের উপর অনুসন্ধান চালিয়েছিল আয়কর দফতর। গতবছর অগস্ট মাসে চিনা সরকার নিয়ন্ত্রিত টেলিকম বিক্রেতা জেডটিইর অফিসেও অভিযান চালায় আয়কর বিভাগ। তাছাড়া চিনা বিনিয়োগ রয়েছে এমন আরও অনেক সংস্থাই সরকারের নজরে।