বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ফের মিড ডে মিল নিয়ে বিপাকে রাজ্য সরকার। এই প্রকল্পের টাকা অন্য খাতে ব্যবহার করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
ভোট কর্মীদের ভাতা দিতে মিড ডে মিলের টাকা ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। মিড ডে মিল প্রকল্পে স্কুলে একবেলা খেতে পায় ছোট ছোট ছেলেমেয়েরা। সেই তহবিল থেকেই এবার ভোট কর্মীদের ভাতা দিচ্ছে রাজ্য সরকার! এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে সংগ্রামী যৌথ মঞ্চ। এবিষয়ে রাজ্য নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের কাছে অভিযোগ জানানোর হুমকিও দিয়েছেন তাঁরা।
নির্বাচন কমিশন এই প্রসঙ্গে জানিয়েছে, ‘মিড ডে মিল থেকে ভোটের টাকা বরাদ্দ হয়েছে এমন একটি মেসেজ পেয়েছেন অনেক ভোটকর্মী। এটা কোনও যান্ত্রিক ত্রুটি। যাবতীয় টাকা নির্দিষ্ট তহবিল থেকেই দেওয়া হয়েছে। রাজ্য সরকারকে জানানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।