এবার বড়সড় ভাঙ্গন এল গেরুয়া শিবিরে

চলছে ভাঙ্গা গড়ার খেলা। একুশে বিধানসভা নির্বাচনের আগের ও পরের চিত্র দুই এক। নির্বাচনের পরেও চলছে দল বদলের পালা। একুশে বিধানসভা ভোটার বিজয়ের পর এবার বড়সড় ভাঙন বিজেপিতে। আলিপুরদুয়ারে ভাল ফলের পরেও গেরুয়া শিবিরে ভাঙন। গতকালই জানিয়েছিলেন তিনি তৃণমূলে যোগ দিতে চলেছেন। সেইমতোই আজ তৃণমূলে যোগ দিলেন আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। তৃণমূল ভবনে মুকুল রায়, সুখেন্দুশেখর রায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন গঙ্গাপ্রসাদ। গঙ্গাপ্রসাদের পাশাপাশি আরও আট জন বিজেপি নেতা তৃণমূলে যোগ দিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। গঙ্গাপ্রসাদ শর্মা অভিযোগ করেন, বিজেপি জেলা নেতৃত্বকে কোনরকম গুরুত্ব না দেওয়ার কারণেই তারা দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরো জানান যে বিধানসভা নির্বাচনের আগে থেকেই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তাঁর।

বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপি যাওয়ার হিড়িক পড়েছিল। প্রায় প্রত্যেকদিনই কোনও না কোনও নেতার বিজেপিতে যোগদানের খবর মিলছিল। কিন্তু বিধানসভা ভোটে ২০০ আসন পেয়ে বিজেপির ক্ষমতা দখলের স্বপ্ন সফল হয়নি। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় প্রত্যাবর্তন ঘটেছে তৃণমূলের। ভোটের ফল ঘোষণার পর দল বদলে বিজেপিতে যাওয়া অনেক নেতাই পুরানো দলে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। এদিকে, সদ্য ঘাসফুল শিবিরে যোগ দেওয়া মুকুল রায় বলেন, গত লোকসভা নির্বাচনেও বিজেপি প্রথম যে আসন পেয়েছিল তা উত্তরবঙ্গ থেকে। রাজ্যে বিজেপির এটা শেষের শুরু বলে তিনি মন্তব্য করেন।