বৃহস্পতিবার রাত ১২ টা নাগাদ ওই এলাকার বাসিন্দা শুভঙ্কর বণিক তাঁর বাড়ির সামনে দিয়ে একটি চিতাবাঘকে পাঁচিল টপকে পালাতে দেখেছেন বলে দাবি।
এনিয়ে রাতেই তিনি থানায় ও বন দপ্তরে ফোন করে বিষয়টি জানান। ওই ব্যক্তির দাবি, এর আগে তিনি জঙ্গল পথে একাধিকবার চিতাবাঘ দেখেছেন। ফলে তিনি নিশ্চিত, বৃহস্পতিবার রাতে যে প্রাণীটিকে তিনি দেখেন, সেটি চিতাবাঘই ছিল।
তাঁর ওই দাবি ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কারণ, কয়েকদিন আগেই জলপাইগুড়ি সদর ব্লকের ভান্ডিগুড়ি চা বাগানে চিতাবাঘের হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় এক শ্রমিক মারাত্মক জখম হন। খাঁচা পাতা হলেও সেখানে এখনও চিতাবাঘ ধরা পড়েনি।