ফের এবার আমেরিকার তরফে এলো সতর্কতাবানী

ধীরে ধীরে নাগালের বাইরে যাচ্ছে দীর্ঘ দু মাস ধরে চলতে থাকা যুদ্ধ পরিস্থিতি। দেখতে দেখতে দুই মাসেরও বেশি সময় পার করেছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার সংঘাত। এবার যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে রুশ গোলার আঘাতে মার্কিন যুবকের মৃত্যুর পরেই মার্কিন নাগরিকদের ফের সতর্ক করল আমেরিকা। উল্লেখ্য, উইলি জোসেফ কানসেল নামে ২২ বছর বয়সী এক মার্কিন যুবক চলতি সপ্তাহেই ইউক্রেনের যুদ্ধে প্রাণ হারিয়েছেন বলে খবর। মৃত ওই মার্কিন যুবকের পরিবার সূত্রে খবর, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে জোসেফ একজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলেন। এই মুহূর্তে যারা ওই মৃত্যুপুরীতে আটকে রয়েছেন তাঁদের সাহায্য করতে দিনকয়েক আগেই ইউক্রেনে গিয়েছিলেন ওই যুবক।

সূত্রে খবর, ইউক্রেন যুদ্ধে এই প্রথম কোনও মার্কিন নাগরিক প্রাণ হারালেন। আর এই খবর প্রকাশে আসতেই কার্যত নড়েচড়ে বসেছে মার্কিন সরকার। জোসেফের মৃত্যুর পরপরই মার্কিন নাগরিকদের ফের সাবধান করা হয়েছে সরকারের পক্ষ থেকে। জানা যাচ্ছে উইলি জোসেফের মৃত্যুর খবর প্রকাশের পরদিনই পেন্টাগনের মুখপাত্র জন কিরবি সিএনএনকে বলেন, ‘আমরা আমেরিকানদের আবারও ইউক্রেনে না যাওয়ার জন্য অনুরোধ করছি। এই মুহূর্তে ইউক্রেন একটি সক্রিয় যুদ্ধের অঞ্চল। এটা কোন ভ্রমণের জায়গা নয়।’

অন্যদিকে জোসেফের মৃত্যু প্রসঙ্গে তার মা রেবেকা সিএনএনকে জানিয়েছেন, তাঁর ছেলে জোসেফ যখন কয়েকজন বেসরকারি সামরিক ঠিকাদারদের সঙ্গে কাজ করছিলেন তখনই তিনি মারা যান। মার্চের মাঝামাঝি জোসেফ ইউক্রেন যান বলে জানিয়েছেন তাঁর মা। অন্যদিকে জোসেফের স্ত্রী জানিয়েছেন এখনও পর্যন্ত তাঁর স্বামীর দেহ উদ্ধার হয়নি। মৃতের একটি পুত্র সন্তান রয়েছে, যার বয়স এক বছরও নয় বলে জানা গিয়েছে। তবে ঠিক কীভাবে জোসেফকে হত্যা করা হয়েছে সেই বিষয়ে পেন্টাগনের কাছে এখনও পর্যন্ত কোনও তথ্য নেই বলেই খবর।

উল্লেখ্য রাশিয়ার আক্রমণের প্রথম দিকেই ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি বিদেশিদের তাঁদের দেশের জন্য লড়াই করার স্বেচ্ছাসেবক হওয়ার আহ্বান জানান। সেই আহবানেই সাড়া দিয়েছিলেন জোসেফ। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রসঙ্গে মার্চে একটি রিপোর্টে জানায় যে, কয়েক ডজন দেশের কয়েক হাজার স্বেচ্ছাসেবক ইউক্রেনের রাষ্ট্রপতির আহবানে সাড়া দেন এবং এই মুহূর্তে তাঁরা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের থেকে সেখানকার মানুষদের সাহায্য করছেন।